নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আগামী বছর পাকিস্তানে দল পাঠাবে। সম্প্রতি দেশটিতে টেস্ট ক্রিকেট ফেরার পর আগামী বছর এমসিসির সভাপতি সাঙ্গাকারার নেতৃতত্বে পাকিস্তানে একটি দল পাঠানোর বিষয়টি আজ (বুধবার) নিশ্চিত করেছে এমসিসি।
২০০৯ সালে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে দুর্বৃত্তদের হামলায় আট ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে পড়ে। দীর্ঘ দশ বছর পর প্রথম দল হিসেবে সেই শ্রীলঙ্কাই আবার পাকিস্তানের মাটিতে টেস্ট ক্রিকেট ফিরিয়ে আনতে সাহায্য করেছে। রাওয়ালপিন্ডিতে গত সপ্তাহে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।
এমসিসি জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারেিত লাহোরে একটি দল পাঠাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণ তারা গ্রহণ করেছে। ২০০৯ সালের হামলায় আহত হওয়া ও বর্তমানে অবসরে থাকা সাঙ্গাকারা এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানের মত দেশের ক্রিকেটকে সমর্থন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ২০০৯ সালের মর্মান্তিক ঘটনার পর দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অসাধারণ কাজ করেছে পিসিবি।’
এমসিসি প্রধান নির্বাহী এবং সচিব গাই ল্যাভেন্ডার বলেন এক দশক ধরে দেশের মাটিতে নিজ দলের খেলা দেখা থেকে বঞ্চিত আছে পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। তিনি বলেন, ‘অবশ্যই নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং আমাদের সফরটি নিশ্চিত করতে আমরা নিরাপত্তা পরিকল্পনা নিয়ে পিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।