বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশে প্রায় ৭০ লাখ মাদকসেবী রয়েছে। এদের মধ্যে অধিকাংশই এ প্রজন্মের যুব সমাজ। যা জাতির জন্য একটি অশনি সংকেত। এ থেকে উত্তোরণ ঘটাতে সমাজপতি, পরিবার ও পরিবারের কর্তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, আমার যদি একক ক্ষমতা থাকতো দলের নেতা-নেত্রী নির্বাচনের ক্ষেত্রে ডোপ টেস্টের (মাদক গ্রহণ করেছে কি না তার পরীক্ষা) মাধ্যমে দলীয় পদে স্থান দিতাম। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বুধবার নগরীতে এক অনুষ্ঠানে বোমা ফাটানো এ মন্তব্য করেন।
আগ্রাবাদস্থ সিডিএ এলাকায় নগর পুলিশের উপ-পুলিশ কমিশনারের (পশ্চিম) কার্যালয় উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন বাচ্চু, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আনোয়ারা আলম, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম ও শ্যামল কুমার নাথ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।