Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রেডিওতে যানজট পরিস্থিতি প্রচার করছে সিএমপি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

জনদুর্ভোগ কমাতে রেডিওর মাধ্যমে নগরীর যানজট পরিস্থিতি প্রচার শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল মঙ্গলবার নগরীর আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে রেডিও ফূর্তির সঙ্গে সমঝোতা স্মারক সই করে সিএমপি। এরপরই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, শ্যামল কান্তি নাথ এবং এস এম মোস্তাক আহমেদ খান। সমঝোতা স্মারকে সই করেন সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর এবং রেডিও ফূর্তির স্টেশন ইনচার্জ মুনতাসির হোসেন।
প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতি ঘণ্টায় সড়কের পরিস্থিতি প্রচার করা হবে। পরবর্তীতে আধাঘণ্টা পরপর প্রচার কার্যক্রম চলবে। সম্প্রচার কার্যক্রম ২৪ ঘণ্টা চালানোর পরিকল্পনাও রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ