Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মেরুদন্ডহীন’ বলে আক্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ভারতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ। জামিয়ায় পুলিসের লাঠিচার্জের ঘটনায় কার্যত দু’ভাগ হয়ে গেছে বলিউডও।
দিয়া মির্জা থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ কিংবা তপসি পান্নু, জামিয়ার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন বি টাউনের একাধিক সেলেব।

এসবের মধ্যে জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টে ‘লাইক’ করে বসেন অক্ষয় কুমার (অক্কি)। যদিও অনিচ্ছাকৃতভাবেই ওই পোস্টে ‘লাইক’ পড়ে যায় বলে তিনি পাল্টা দাবি করেন। ট্যুইট করে নিজের ‘লাইক’ নিয়ে সাফাইও দেন আক্কি। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার ফের অক্ষয়ের বিরুদ্ধে ফুঁসে উঠলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

জামিয়ার শিক্ষার্থীদের নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টে আক্কির লাইক করা নিয়ে স¤প্রতি ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। তার মধ্যেই কেউ কেউ অক্ষয়কে ‘মেরুদন্ডহীন’ বলে কটাক্ষ করতে শুরু করেন।
আক্কির বিরুদ্ধে ওই মন্তব্যে সমর্থন করে অনুরাগও তাকে মেরুদন্ডহীন বলেই পাল্টা কটাক্ষ করতে শুরু করেন। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকের ওই মন্তব্য সামনে আসার পরই ফের জোর গুঞ্জন শুরু হয়ে যায়। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অক্ষয় কুমার।
প্রসঙ্গত অক্ষয় কুমারকে এবার বয়কট করা হোক বলেও দাবি করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। পাশাপাশি কানাডিয়ান অক্ষয় কুমার এবার নাগরিকত্ব পেয়ে যাবেন বলে এসব করছেন বলেও আক্রমণ করেন কেউ কেউ। সূত্র : টিওআই।



 

Show all comments
  • জহির ১৮ ডিসেম্বর, ২০১৯, ২:২২ এএম says : 0
    ভুলে লাইক পরতেই পারে
    Total Reply(0) Reply
  • ডালিম ১৮ ডিসেম্বর, ২০১৯, ২:২৩ এএম says : 0
    ভারত সরকারের এই সিদ্ধান্তকে কোন সুস্থ মানুষ সমার্থন করতে পারে না।
    Total Reply(0) Reply
  • Abdul Gani ১৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৩ এএম says : 0
    চিরকালের জন্য বয়কট করলাম তাকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ