মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল বাংলা। একের পর এক জেলায় জড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। এর মধ্যেই ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারের কাজ বন্ধ করে দিল রাজ্য সরকার। সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত জেলায় জেলায় ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার প্রস্তুত, আপডেট এবং প্রশিক্ষণ-সহ সমস্ত কাজ বন্ধ থাকবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। কলকাতা এবং হওড়ার পুর কমিশনার রাজ্যের সব জেলার জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে নাগরিকদের তালিকা তৈরির অঙ্গ হিসেবে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারকে দেখা হচ্ছে।
কোনও অবস্থায় রাজ্যে এনআরসি এবং সিএএ চালু হবে না বলে ইতোমধ্যে একাধিকবার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় এক মিছিলের পরে এই ইস্যুতে ফের সুর চড়ান তিনি। মমতা বলেন, ‹কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব, শান্তিতে থাকব। বাংলায় এনআরসি-ক্যাব করতে দিচ্ছি না। দেব না।› আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রারের কাজ বন্ধ রাখা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।