মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০২০ সালের মার্চে শেষ হতে চলা অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৫.৮ শতাংশ থেকে কমে হবে ৪.৯ শতাংশ। এমনই পূর্বাভাস দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং সংস্থা মুজিড ইনভেস্টরস সার্ভিস। এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গৃহস্থের কেনাকাটা কমে যাওয়ার প্রভাব পড়বে আর্থিক বৃদ্ধির উপর। এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৪.৫ শতাংশ। এপ্রিল থেকে জুনের মধ্যে জিডিপি বৃদ্ধির হার ছিল ৫ শতাংশ।
মুডিজের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও অ্যানালিস্ট ডেবোরা ট্যান জানিয়েছেন, ‘যেটা একসময় বিনিয়োগ সম্পর্কিত আর্থিক মন্দা ছিল, সেটাই এখন কম কেনাকাটার ফলে আরও বড় আকার ধারণ করেছে। কৃষিজাত মজুরি বৃদ্ধি না হওয়ার ফলে ভারতের গ্রামীণ অঞ্চলের মানুষের উপর আর্থিক চাপ বেড়েছে। উৎপাদন কম হচ্ছে এবং জমি ও শ্রম আইনে জটিলতার ফলে কর্মসংস্থান বাড়ছে না।’ সূত্র : এবিপি আনন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।