মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আচ্ছা ধরুন আপনি শীতের সকালে লেপ থেকে উঠে জানলার বাইরে দেখলেন সাদা বরফে ঢেকে রয়েছে রাস্তাঘাট, বাড়ির কার্নিশ। কি মনে মনে ভাবছেন তো এমনটা যদি সত্যিকারের হত। সোমবার ঘুম ভেঙে ঠিক এমন সকালই দেখলেন সেখানকার ব্রিটেন বাসীরা।
সপ্তাহান্তেই ঝেঁপে বৃষ্টি নেমেছিল লন্ডনে। আর সেই বৃষ্টি থামতেই জোরাল ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতি এমনই যে ইতিমধ্যেই ব্রিটেনের বেশ কিছু শহরে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
শনিবার থেকেই প্রবল তুষারপাতের সতর্কতা জারি হয়েছে রাজধানী শহর লন্ডন-সহ ব্রিটেনের একাধিক এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে ২ ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকে যেতে পারে লন্ডন-সহ গোটা ব্রিটেন।
সোমবারই ইংল্যান্ডের বিভিন্ন এলাকাসহ উত্তর আয়ারল্যান্ডের পারথ, উত্তর ওয়েলস বরফের চাদরে ঢেকে গিয়েছে। হিমাঙ্কের পাঁচ ডিগ্রি নীচে রয়েছে গোটা ব্রিটেনের তাপমাত্রা। এই ঠান্ডার কামড় আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইংল্যান্ডে এই বছরের শীত রাশিয়ার হাড় হিম করা ঠান্ডাকেও হার মানাবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তাই এবারের বড়দিনে কেকের উষ্ণতা আলাদা আমেজ আনতে চলেছে শীতে জবুথবু হয়ে পড়া ব্রিটেনবাসীর কাছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।