Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

জিদানের রিয়াল ভয় পায়না মেসিকে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ৮:৫৮ পিএম

স্প্যানিশ লা লিগার এল ক্লাসিকোতে আগামীকাল (বুধবার) মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এ ম্যাচ দিয়ে লিগের শীর্ষস্থান নিশ্চিত করার সুযোগ থাকছে দুই দলের সামনে। ৯ মৌসুম পর সমান পয়েন্ট নিয়ে এল ক্লাসিকোতে মাঠে নামবে রিয়াল ও বার্সা। এ ম্যাচটি হওয়ার কথা ছিল গত অক্টোবরে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এল ক্লাসিকো নিয়ে এর মাঝেই সবাইকে সতর্ক করে দিয়েছে স্প্যানিশ সরকার। মাঠের একদম নিকটতম আবাসিক হোটেলে রিয়াল মাদ্রিদ দলকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এল ক্লাসিকো নিয়ে উত্তেজনা যেন আরও বাড়িয়ে দিতেই জিদান বলেন, ‘এবারের এল ক্লাসিকো দ্বৈরথে বার্সেলোনাকে ভয় পাওয়ার কিছু নেই। তাদের দলে মেসি থাকলেও, জিদান হুঙ্কার দিয়ে জানালেন রিয়ালেরও আছে অনেক অস্ত্র—‘আমরা জানি একটি সেরা দলের বিপক্ষে খেলতে নামছি। তাদের রয়েছে মেসির মতো তারকা। কিন্তু আমাদেরও অস্ত্র রয়েছে।’
এ দিকে লা লিগার এ দ্বৈরথকে বেশ উপভোগ্য মনে করেন বলে জানিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, ‘এল ক্লাসিকো নিয়ে চিন্তার কিছু নেই। এ রকম ম্যাচে খেলব, এটা বেশ আনন্দের। এ ম্যাচ নিয়ে অনেক কথা হচ্ছে। তবে আমি বলব লোকে একটি ভালো ম্যাচ দেখতে চায়।’ জিদান আরও বলেন, ‘আমি অবাক হয়েছি চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল এক সঙ্গে মাঠে আসবে জেনে। এটাই নিয়ম করা হয়েছে যে এক সঙ্গে বার্সেলোনার সঙ্গে মাঠে যাব আমরা। নিয়ম করা হয়েছে, কী বলব?'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ