Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পর্ক তলানিতে, আস্থায় সঙ্কট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বৈঠক শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর আগে প্রথম বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণে কিম প্রতিশ্রুতি দিলেও কোনো রূপরেখা দেননি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও অবরোধ প্রত্যাহারসহ অর্থনৈতিক সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি পাননি কিম। দুই দেশের বৈঠকে উত্তর কোরিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দর কষাকষির বিষয়েও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এরই মধ্যে কয়েকবার পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কোনো নিষেধাজ্ঞা মানছেন না দেশটির নেতা কিম জন উন। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের হুমকিই দিয়ে দেয় উত্তর কোরিয়া। অপরদিকে যুক্তরাষ্ট্রও কোন আল্টিমেটাম মানছেনা। অর্থাৎ কেউ কাউকে মানছে না। আস্থায় সঙ্কট। সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। পরমাণু কর্মস‚চির বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনার অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের পরিণতি ভয়াবহ হবে বলে জানায় দেশটি। তারা জানায়, বছরের শেষে পিয়ংইয়াং থেকে কি ধরনের ‘ক্রিসমাস উপহার’ পাবে তা নির্ভর করবে ওয়াশিংটনের ওপর। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে পিয়ংইয়াং বিপারমাণবিকীকরণের দিকে হাঁটবে না। আবার বলা হচ্ছে, ৩১ ডিসেম্বরের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে বিপারমাণবিকীকরণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত আলোচনা শেষ না করলে এর পরিণাম হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত উত্তর কোরিয়ার আলোচনায় গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেন কিম ইয়ং চোল। কোরীয় উপদ্বীপ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র সমালোচনা করেন তিনি। স¤প্রতি তিনি বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে ফলপ্রস‚ আলোচনা করতে ওয়শিংটনকে চলতি বছরের শেষ পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে তা আর নবায়ন করা হবে না। কিম ইয়ং চোল বলেন, ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া সম্পর্কে তেমন কিছুই জানেন না। এদিকে, এমন পরিস্থিতিতে গলছে না যুক্তরাষ্ট্র। তারাও উত্তর কোরিয়ার হুমকিকে পাত্তা দিচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এক ঊধ্বর্তন ক‚টনীতিক জানিয়েছেন, উত্তর কোরিয়ার বেঁধে দেওয়া সময়ের মধ্যে আলোচনার প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র। তিনি উত্তর কোরিয়াকে দ্রুত সময়ের মধ্যে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। টাইম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ