Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডি আর কঙ্গোয় নিহত ২২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) প‚র্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত গভীর রাতে হামলাটি চালানো হয় বলে রোববার ডিআরসির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উগান্ডার ইসলামপন্থি গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) কঙ্গোর প‚র্বাঞ্চলেও প্রভাব বিস্তার করে রেখেছে। ৩০ অক্টোবর থেকে ডিআরসির সেনাবাহিনী এডিএফের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। কিন্তু তারপর থেকে গোষ্ঠীটির সদস্যদের হামলায় অন্তত ১৭৯ জন বেসামরিক নিহত হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। বাওবা ও নতম্বী গ্রামে ২২টি মৃতদেহ গুনেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন প‚র্বাঞ্চলীয় বেনি অঞ্চলের সহকারী প্রশাসক রিচার্ড কিভানজঙ্গা। তিনি বলেন, “হামলাকারীরা পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদেরও হত্যা করেছে। সেনাবাহিনীর পাহারা ছাড়া মৃতদেহগুলো সরিয়ে নেওয়া সম্ভব হবে না।” শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডিআরসির প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেডি এডিএফের সব আস্তানা ‘ভেঙে’ দেওয়া হয়েছে এবং বিদ্রোহীরা গেরিলা কায়দা নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছিলেন। কিন্তু ধারাবাহিক সামরিক অভিযান সত্তে¡ও গোষ্ঠীটিকে পুরোপুরি নির্ম‚ল করা যায়নি বলে ধারণা পর্যবেক্ষকদের। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ