Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেভ ভেনিস ইভেন্টে মার্কিন সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ইতালির সেরা পর্যটন শহর ভেনিস গত নভেম্বরে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। ঐতিহ্যবাহী ভেনিস শহরে ভয়াবহ বন্যার পানিবদ্ধতা হ্রাস পাওয়ার পর শহর পরিষ্কারে ‘সেভ ভেনিস’ ইভেন্টের আয়োজন করা হয়। এই ইভেন্টে ১৪ সেনা, তিনটি সামরিক পরিবারের সদস্য এবং বেসামরিক ব্যক্তি অংশ নেন। গত ৬-৭ ডিসেম্বর ভিসেনজা সামরিক স¤প্রদায়ের সৈন্য, বিমানবাহিনী, সামরিক পরিবার এবং বেসামরিক নাগরিকরা ভেনিসের দুই দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিয়েছিলেন। বোস ভিসেনজার উপদেষ্টা জোসেফ রজার নটল বলেন, বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরে ভেনিসে প্রতিবেশীদের সহায়তা করতে পেরে আমার ভালো লাগছে। সিটি কাউন্সিলর অব অ্যানভায়রনমেন্ট ম্যাসিমিলিয়ানো ডি মার্টিন ভেনিসে এসে স্বেচ্ছাসেবীদের স্বাগত জানান। ভেনিস শহর রক্ষায় ‘সেভ ভেনিস’ ইভেন্টে বিএসএস ভিসেনজা টিমের সহায়তায় ইতালির বেস কমান্ডারের অফিস ক্যাসারমা এডারলে সহায়তা করেছিল, যেখানে মার্কিন সেনা গ্যারিসন ইতালি সদর দফতর রয়েছে। উল্লেখ্য, স্মরণকালের ভয়াবহ বন্যায় ‘সমুদ্র নগরী’ খ্যাত ভেনিসের অধিকাংশ বাড়িঘর, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান প্রায় সবই তলিয়ে যায়। ১৯৬৬ সালের পর এবার পানির উচ্চতা সর্বোচ্চ বলে জানায় নগরীর জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র। তাদের হিসাব অনুযায়ী, ভেনিসে এবার পানি সর্বোচ্চ ১ দশমিক ৮৭ মিটার (৬ ফুট) উচ্চতায় উঠেছে। ১৯২৩ সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর ১৯৬৬ সালে ভেনিসে জোয়ারের পানির উচ্চতা হয়েছিল ১ দশমিক ৯৪ মিটার। শহরটি পুনঃগঠনে সরকারের তরফ থেকে ২ কোটি ইউরো সাহায্য দেয়া হয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ