Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধান্ত সহস্র শতাংশ সঠিক : মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের পার্লামেন্টে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করার সিদ্ধান্তকে ১০০০ (সহস্র) শতাংশ সঠিক বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ভারতের প‚র্বাঞ্চলীয় ঝাড়খÐ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন। রবিবার ঝাড়খÐে নাগরিকত্ব আইনের গুরুত্ব তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে যেসব সংখ্যালঘু নির্যাতনের শিকার, তাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের জীবনযাত্রার উন্নয়ন করা জরুরি। প্রতিবেশী দেশগুলোর ওই নির্যাতিত সংখ্যালঘুদেরকে এই আইন ভারতীয় নাগরিক হওয়ার সুযোগ করে দেবে। তিনি আরও বলেন, ‘আমাদের পার্লামেন্ট নাগরিকত্ব আইনের একটি গুরুত্বপ‚র্ণ বিষয়ের সংশোধনী এনেছে, যার ফলে প্রতিবেশী তিন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে যারা সেখানে নির্যাতনের শিকার, তারা এখানে আশ্রয় পাবে। আমাদের সিদ্ধান্ত ১০০০ শতাংশ সঠিক। কংগ্রেসের কার্যক্রমে এটা প্রমাণ করে যে, পার্লামেন্টে পাস হওয়া সব সিদ্ধান্ত যথার্থ।’ এ সময় তিনি অভিযোগ করেন, নাগরিকত্ব আইনের ইস্যুতে উত্তর-প‚র্বাঞ্চলের আন্দোলনে উসকানি দিচ্ছে কংগ্রেস। হিন্দুস্তান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ