Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগীর রাজ্যে ধর্ষণ উৎসব

ধর্ষণের দায়ে সাবেক এমপির কারাদন্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের উন্নাও ধর্ষণকান্ডে বিজেপির সাবেক এমপি কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছেন দিল্লির আদালত। সোমাবার দিল্লির তিসহাজারি আদালত তাকে দোষী সাব্যস্ত করে কারাদন্ড দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ২০১৭ সালে উন্নাওয়ে নাবালিকা ধর্ষণের দায়ে ধর্ষণ, ভয় দেখানোসহ শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন বিরোধী পকসো আইনের একাধিক ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর আগে তিনি বিজেপি থেকে বহিষ্কার হয়েছেন। তবে আদালতের দেয়া রায়ের ওপর আগামী ১৯ তারিখ আবার শুনানি অনুষ্ঠিত হবে। এই মামলায় অন্য আসামী শশী সিংহকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে সেঙ্গারের বিরুদ্ধে নির্যাতিতাকে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে খুনের চেষ্টার অভিযোগসহ অন্য মামলাগুলি চলছে। উল্লেখ্য, ২০১৭ সালে উন্নাওয়ের নাবালিকাকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে তৎকালীন উত্তরপ্রদেশের বাঙ্গেরমউ কেন্দ্রের চার বারের বিজেপি এমপি কুলদীপ সেঙ্গার ও শশীর বিরুদ্ধে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ