Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ. লীগের ‘রাজাকারের’ তালিকা করা দরকার

‘সম্প্রীতি বাংলাদেশ’ সেমিনারে গাফফার চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো অমর একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ গানের রচয়িতা ভাষাসৈনিক আবদুল গাফফার চৌধুরী বলেছেন, স্বাধীনতাবিরোধী রাজাকার সব জায়গায় রয়েছে। আওয়ামী লীগেও রাজাকার রয়েছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পাশেও অনেক রাজাকার আছেন। আগে তাদের তালিকা করা দরকার। অবশ্য আমি তাদের নাম বললে আগামীতে আমার দেশে ফেরাও বন্ধ হয়ে যাবে। গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স¤প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘স¤প্রীতি, বঙ্গবন্ধু ও বাংলাদেশে বিজয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাকশাল থাকলে ভালো হতো। বাকশাল করার তিন মাসের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এটি যাচাইয়ের সুযোগ পাননি। বাকশাল প্রতিষ্ঠিত হলে দেশে বর্তমানের হত্যা-সন্ত্রাস হতো না। পুঁজিবাদি মাথাচাড়া নিয়ে উঠত না।

আবদুল গাফফার চৌধুরী বলেন, আওয়ামী লীগের মধ্যে জামায়াতের অনুপ্রবেশকারী রয়েছে। তারা সরকারের বড় বড় পদে রয়েছেন। তাদের কথা বললে হয়তো আমাকে আর দেশে আসতে দেওয়া হবে না। রাজাকারের তালিকা প্রকাশ করার আগে এসব অনুপ্রবেশকারী রাজাকারের তালিকা প্রকাশের প্রয়োজন ছিল। জানি না কোনো রাজাকারের হাত দিয়েই ‘রাজাকারের তালিকা’ হচ্ছে কি-না। মনে রাখতে হবে, শেখ হাসিনাকে তারা সরিয়ে দিতে পারলে তাসের ঘরের মতো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সঙ্গে সা¤প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করছেন।

’৭১-এর ঘাতকদের বিচার করছেন যা বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো পারতেন না। কারণ বঙ্গবন্ধু কোমল হৃদয়ের মানুষ ছিলেন। জেনে খুশি হয়েছি যে, রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে সন্দেহ হয়, এই রাজাকারের তালিকা করার দায়িত্ব আবার কোনো রাজাকারের ছিল কি-না। তবে রাজাকার যে শেখ হাসিনার পাশে রয়েছে, আমি প্রমাণসহ বলতে পারি। আব্দুল গাফফার চৌধুরী বলেন, আওয়ামী লীগ একজনের ওপর নির্ভর করে চলছে। প্রধানমন্ত্রীকে সরিয়ে দেয়া হলে আওয়ামী লীগ তাসের ঘরের মতো শেষ হয়ে যাবে। তাকে বারবার হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এ দেশ আফগান হয়ে যাবে।

তারেক জিয়ার প্রসঙ্গ তুলে গাফফার চৌধুরী বলেন, লন্ডনে তারেক জিয়ার কত টাকা রয়েছে আল্লাহ ভালো জানেন। তিনি নাইট ক্লাবে যান, বড় বড় মার্কেটে ঘুরে বেড়ান, সেখানে তার বড় প্রভাব রয়েছে। তিনি স্বপ্ন দেখেন, খালেদা মারা যাওয়ার পর তার স্ত্রী (ডা. জোবাইদা) এ দেশের প্রধানমন্ত্রী হবেন। তবে তার স্ত্রী ভালো মানুষ, অনেক কষ্টে তার সংসার করে যাচ্ছেন। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আওয়ামী লীগের চতুর্থ ফেস ছিল বাকশাল। তার খারাপ-ভালো নির্ণয়ের সুযোগ দেয়নি খুনিরা। তবে বাকশাল থাকলে এমন অবস্থা তৈরি হতো না। দেশ নিয়ে ষড়যন্ত্র করার সাহস হতো না কারও। এখন আওয়ামী লীগের পঞ্চম ফেস চলছে।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করে গাফফার চৌধুরী বলেন, ড. কামালের মতো মানুষেরা বিপদের সময় দেশের বাইরে পালিয়ে যান। খুনি রাজাকারদের শহীদ উল্লেখ করে সংবাদ প্রচার হয়। তারা কোথায় শহীদ হয়েছেন?

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, কাদের মোল্লা একজন আত্মস্বীকৃত যুদ্ধাপরাধী। যার আদালতের বিচারের মাধ্যমে ফাঁসির রায় হয়েছে, রায় কার্যকরও হয়েছে। একটি পত্রিকার কাগজ তাকে শহীদ বলেছে। তাদের কথা বলার ভাষা আমার নেই। এটি বললে মুখের পবিত্রতা নষ্ট হয়ে যায়। ওর মতো একটা রাজাকার, কুলাঙ্গার, জল্লাদ, কসাই তার জন্ম কী, আমরা জানি না। যার জন্মের ইতিহাস নেই, একটা খুনি, ধর্ষণকারী, বাঙালি হত্যাকারী, মুক্তিযোদ্ধা হত্যাকারী, আমার মা বোনের হত্যাকারী, তার কথা বলার আর কিছু নেই। তিনি আরো বলেন, এখন সবার প্রশ্ন হচ্ছে, তার বিচার কি হবে? হ্যাঁ, তার বিচার শুরু হয়ে গেছে। সবাই কথা বললে হবে না, কাজ করতে হবে। ‘সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’ জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, এ পত্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা মন্ত্রণালয় নেবে। যেন বাংলাদেশে এ ধরনের ধৃষ্টতা কেউ দেখাতে না পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘স¤প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীয‚ষ বন্দ্যোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সিনিয়র সাংবাদিক হারুন হাবিব, সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব।



 

Show all comments
  • Firoz Alam Shohag ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ এএম says : 0
    সে রাজাকার কে এখন ফরমালিন দিয়ে মুক্তি যোদ্ধা বানিয়ে রেখেছেন। প্রয়োজন মিটে গেলে আবার ফরমালিন তুলে নিয়ে রাজাকার বানিয়ে রাস্তায় ফেলে দিবে এটাইতো এদের বর্তমান খেলা।
    Total Reply(0) Reply
  • হাজীমোঃএমদাদুল হক ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ এএম says : 0
    আপনি যা বলেছেন কথা সত্য আওয়ামী লীগের ভিতরে বহুৎ রাজাকার আছে এমপি-মন্ত্রী রাজাকার
    Total Reply(0) Reply
  • Ali Ashraf ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩ এএম says : 0
    কথাটা একেবারে সত্য। কিন্তু সেই রাজাকারদের ধরবে যদি অন্যকোন দল ক্ষমতায় আসে।
    Total Reply(0) Reply
  • Md Nozrul ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম says : 0
    বিএনপি জামায়াতে ইসলাম এর চেয়ে অনেক বেশি রাজাকার আছে এখন আওয়ামিলীগে কিন্তু তাদের কারও কোন বিচার হচ্ছে না কেন
    Total Reply(0) Reply
  • Prince Jakir ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৪ এএম says : 0
    লেখা লেখি করুন। তালিকা করুন, মুখোশ উন্মোচন করুন। মোটকথা এদের কে চিহ্নিত করে জাতিকে জানতে দিন এরা কারা।
    Total Reply(0) Reply
  • Anwar Hossain ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৫ এএম says : 0
    আগে ছিল এখন সোনা রুপার পানি দিয়ে ছিটায়া দিয়েছে। এখন আর আওয়ামী লীগে রাজাকার নেই। কেউ কিন্তু আবার খন্দকার মোশারফকে কিছু বলবেন না।
    Total Reply(0) Reply
  • Jamil Ahmod ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৫ এএম says : 0
    জামায়াতি পাকিস্তানের রাজাকারদের তালিকা প্রকাশ করা হয়েছে ভবিষ্যতে আওয়ামী ভারতীয় রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে।
    Total Reply(0) Reply
  • Mastar Mohammad Hafijullah ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৬ এএম says : 0
    আওয়ামীলীগে রাজাকার আগের যেকোন সময়ের চেয়ে এখন বেশি।কিন্তু বিচার হচ্ছে না একজনেরও।
    Total Reply(0) Reply
  • Md. Shamsul Hoq ১৬ ডিসেম্বর, ২০১৯, ১১:০৭ এএম says : 0
    All the comments isn't incorrect.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ. লীগ

৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৯ ডিসেম্বর, ২০২১
৫ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ