Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রতিবেশী-বন্ধুত্ব শব্দগুলো মুছতে বসছেন অমিত শাহ : ওয়াইসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কড়া সমালোচনা করলেন দেশটির সর্বভারতীয় ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআই) নেতা আসাদুদ্দিন ওয়াইসি। টুইটারে দেয়া এক পোস্টে উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহের নীতিকে তিনি চাণক্যের সঙ্গে তুলনা করেছেন। ওয়াইসি বলেন, স্বজনপোষণ করতে গিয়ে প্রতিবেশী ও বন্ধুত্ব শব্দগুলোকেই সম্ভবত অভিধান থেকে মুছতে বসেছেন অমিত শাহ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে। সুর আরেক ধাপ চড়িয়ে তিনি বলেন, দেশরক্ষার নামে চাণক্যের ভেদনীতি অবলম্বন করছেন বিজেপি সভাপতি। এই নীতি পালন করতে গিয়ে কখন কার সঙ্গে বন্ধুত্ব রাখবেন; আর কখন কার সঙ্গে বন্ধুত্ব ভাঙবেন; সেটা একটি নোটবইয়ে লিখে রাখা উচিত তার। ভারতীয় এই প্রবীণ রাজনীতিবিদ বলেন, এমনটা না হলে তিনি নিজেই পুরোটা গুলিয়ে ফেলবেন একসময়। নয়া ভেদনীতি নিয়ে তাকে একটি বই লেখারও অনুরোধ করেন তিনি। এছাড়া শনিবারেই সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে জানান এআইএমআই নেতা। টুইটারে লিখেছেন, সর্বোচ্চ আদালতে নয়া আইনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করবেন তিনি। ভারতের বহু ভাষা, ধর্মনিরপেক্ষতা এবং সাংবিধানিক গণতন্ত্র বজায় রাখতে লড়াই জারি রাখবে তার দল। এদিকে আইনটির বিরুদ্ধে উত্তরপ‚র্ব ভারতে ব্যাপক বিক্ষোভে ছয় জন নিহত হয়েছেন বলে খবরে জানা গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাদের মধ্যে তিনজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এনডিটিভি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ