মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গোটা ভারত যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড়, ঠিক তখনই নাগরিকত্বের প্রমাণ স্বরূপ ভোটার কার্ড আর পাসপোর্টকে গ্রহণযোগ্যতা দিলেন মুম্বাইয়ের একটি নিম্ন আদালত। জানা গেছে, ২০১৭ সালে মুহম্মদ মোল্লা (৫৭) ও সাইফুল (২৩) নামে দুজনকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সম্পর্কে বাবা-ছেলে মোল্লা ও সাইফুলকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আদালতে অভিযোগ করে পুলিশ। পুলিশের দাবি, ওই দুজন বাংলাদেশি ভাষাতে কথা বলেন এবং তারা এমন কোনও নথি দেখাতে পারেননি, যাতে প্রমাণিত হয় তারা ভারতীয়। কিন্তু আদালতে দুজনেই ভারতীয় পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জমা দেন। এরপরই আদালত জানান, পাসপোর্ট থাকাই যথেষ্ট সাইফুলের নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে। একইভাবে ভোটদানের ক্ষমতা প্রদান করে ভোটার আইডি কার্ডও দেশের নাগরিক হিসেবে প্রমাণের যথেষ্ট নথি হিসেবে গ্রাহ্য। সচেতন মহলের অভিমত, নতুন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা ভারতে যখন বিতর্ক তৈরি হয়েছে, সেই মুহ‚র্তে মুম্বাইয়ের আদালতের এই অনুধাবন অত্যন্ত তাৎপর্যপ‚ণ। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।