Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীর বাজার ভারতীয় পোশাকের দখলে

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

এস. কে সাত্তার, ঝিনাইগাতী (শেরপুর) থেকে

ঝিনাইগাতীর ঈদ বাজার ছেয়ে গেছে ভারতীয় শাড়ি, আর রকমারি পোশাকে। তবুও ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বাংলার ঐতিহ্যবাহী জামদানি, সিল্ক ও বালু চুরির মতো হরেক রকমের শাড়ি। ঈদ যতই ঘনিয়ে আসছে, ঝিনাইগাতীর বিভিন্ন দোকান ও শপিংমলে নারী ক্রেতাদের ভিড় বাড়ছে। বিভিন্ন বয়সী নারীদের পদচারণায় মুখরিত ঝিনাইগাতী ঈদের বাজার। নিজেদের পছেন্দের জিনিসটি কিনতে চষে বেড়াচ্ছেন বিভিন্ন মার্কেট ও শপিংমলে। আর তাদের চাহিদা পূরণ করতে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন মার্কেট ও শপিংমলে বিভিন্ন আয়োজন করেছে বিক্রেতারা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের নিয়ে ব্যস্ত থাকছেন তারা। ঝিনাইগাতীর বিভিন্ন শপিংমল ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানগুলোতে ভারতীয় পোশাকের উপস্থিতি। গত বছরের তুলনায় এবার প্রচুর পরিমাণে ভারতীয় শাড়ি বাজারে এলেও মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। দেশীয় শাড়ির দোকানে ভিড় করছেন তারা। গত বছরের তুলনায় এবার শাড়ির দাম অনেক বেশি। প্রতি পিস সুতি কাপরের শাড়িতে দাম বেড়েছে ১৫০ থেকে ২৫০ টাকা। আবার সিল্ক শাড়িতে ২৫০ থেকে ৪৫০ টাকা। তারপরও ক্রেতারা বেশ খুশি। ঈদকে সামনে রেখে বিভিন্ন ডিজাইন আর দামের শাড়ি বাজারে এসেছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য বালু চুরি, হ্যান্ডি ব্লক, টাংগাইল, জুট কাতান, সুতি, হাফ সিল্ক ও জামদানি সিল্ক, মসলিন অ্যাম্ব্রয়ডারি, ধুপিয়ান, ঝলক কাতান। এবারের ঈদে নতুন মোড়কে বাজারে এসেছে লুঙ্গিডেন্স ও পাখি জামা। আর ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে জামদানি, সুতি, সিল্ক, টাংগাইল, মসলিন বা সিল্কের ওপর কাটোয়ার, অ্যামব্রয়ডারি ও এন্ডির মিশ্রণে হাতে বোনা সিল্ক শাড়ি। ক্রেতারা গরমের কারণে এবার সুতি শাড়িকে প্রাধান্য দিচ্ছেন, অনেকে পছন্দ করেছেন টাংগাইল শাড়ি। এবারে ঈদ বাজারে প্রতি পিস শাড়ির দাম রাখা হচ্ছে ৫০০ থেকে ১৫০০ টাকা, হ্যান্ড ব্লক ৭৫০ টাকা, বালু চুরি ২ হাজার থেকে ৩ হাজার টাকা এবং জামদানি ৩০০ থেকে ১০,হাজার টাকা, বিশাল ৫০০ থেকে ৪ হাজার টাকা, ধুপিয়ান ও বলাকা সিল্কের শাড়িগুলো ২৫০ থেকে ৪ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবারের ঈদে জামদানি শাড়ি তার ঐতিহ্য ধরে রেখেছে। দেওয়ানী মার্কেটের মধুমিতা বস্ত্রালয়ের মালিক শ্রী অজিত বাবু বলেন, এবারের ঈদে দেশি শাড়ি বেশি বিক্রি হচ্ছে। ভারতীয় শাড়ির বিক্রি অনেকটা কমেছে। মানুষের রুচি অনেকটা পরিবর্তন হয়েছে। এজন্যই দেশীয় শাড়ির কদর বেড়েছে। এবারের ঈদে দেশীয় শাড়ির বিক্রি আরো বাড়বে বলে তিনি আশা করেন। এস.কে সাত্তার মার্কেটের ফ্যাশনের মালিক রাহুল জানান. ইদানীং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় এবার সর্বোচ্চ বেচাকেনার আশা করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইগাতীর বাজার ভারতীয় পোশাকের দখলে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ