Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শিবচর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

নতুন কোনো কর আরোপ ছাড়াই মাদারীপুরের শিবচর পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের ৩৮ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী উপস্থিত থেকে পদ্মা সেতু বাস্তবায়িত হলে এ পৌরসভার বাজেট ১শ’ কোটি টাকা ছাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জানা যায়, গত শুক্রবার বিকেলে শিবচর পৌরভবনে আয়োজিত এক সুধী সমাবেশে পৌর মেয়র আওলাদ হোসেন খান পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী। এ সময় জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, জেলা আ.লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবচর পৌরসভার বাজেট ঘোষণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ