Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ৫:৪৯ পিএম

শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ কপিল উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
কপিল উদ্দিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ব বালারহাট গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
আজ রোববার দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নাগেশ্বরী উপজেলা সদরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ৭টার দিকে কপিল উদ্দিন বাড়ির উঠোনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়।
ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জানান, ঘটনাস্থল নারায়ণপুর ইউনিয়নের পূর্ব বালারহাট গ্রামটি ব্রহ্মপুত্র, দুধকুমার নদ ও গঙ্গাধর নদী বেষ্ঠিত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় রাতে দগ্ধ শিশুকে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ