নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লিভারপুলের জয়রথ থামছেই না। ঘরের মাঠে ওয়েটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে তুলে নিয়েছে চলতি লিগে নিজেদের অষ্টম জয় এবং সেই সাথে করেছে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ড।
আজ শনিবার ঘরের মাঠে ওয়েটফোর্ডকে ম্যাচের শুরু থেকেই চেপে ধরে অল রেডরা। লিগের তলানির এই দলের দিকে একের পর এক আক্রমণ ছুঁড়ে দিচ্ছিলো স্বাগতিকরা। কিন্তু প্রতিবারই বাঁধ সাধছিলো সফরকারীদের রক্ষণভাগ।
ম্যাচের ৩৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন মোহাম্মদ সালাহ। ডি বক্সের ভেতর সাদিও মানির পাস থেকে স্বাগতিকদের প্রথম লিড এনে দেন এই ফরোয়ার্ড।
এরপর দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া করে ক্লপের শিষ্যরা। পাল্টা আক্রমণও আসছিল বেশ।
ম্যাচের ঠিক শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে অ্যানফিল্ড আবারো সরগরম করে দেন সালাহ। বদলি হিসেবে নামা অরিগির পাস থেকে ওয়েটফোর্ডের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান তিনি। আর তাতেই ২-০ তে জয় নিয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়তে হয় অল রেডদের।
১৭ ম্যাচে ১৬ জয় আর ১ ড্রতে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ক্লপ শিষ্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।