Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেপিইসি প্রকল্পে ৪০৬.৬ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পাকিস্তানের খাইবার পাস ইকোনমিক করিডোর (কেপিইসি) প্রকল্পের জন্য ৪০৬.৬ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, যেটা অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে দেবে এবং এক্সপ্রেসওয়ের সংশ্লিষ্ট এলাকাগুলোর উন্নয়ন করবে। এই প্রকল্পটি খাইবার পাখতুনখাওয়া (কেপি) এলাকার মধ্যে পড়েছে। শুক্রবার এটা নিয়ে ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইকোনমিক অ্যাফেয়ার্স ডিভিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইকোনমিক অ্যাফেয়ার্স ডিভিশনের সেক্রেটারি ড. সাইয়েদ পারভেজ আব্বাস সরকারের পক্ষে ঋণ চুক্তি প্রকল্পে স্বাক্ষর করেন। আর প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল হাইওয়ে অথরিটির একজন প্রতিনিধি। পাকিস্তানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পাটচামুথু ইলাংগোভান বিশ্বব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোনমিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী মোহাম্মদ হাম্মাদ আজহার। এই প্রকল্পের অধীনে ৪৮ কিলোমিটার দীর্ঘ ৭.৩ মিটার চওড়া চার লেনের দ্বৈত সড়ক নির্মাণ করা হবে। পেশোয়ার থেকে তোরখাম পর্যন্ত দীর্ঘ হবে এই সড়ক। বিবৃতিতে বলা হয়, “এই প্রকল্পের অধীনে পিপিপি এবং বেসরকারী অর্থায়নে গুচ্ছ অর্থনৈতিক কর্মকান্ড, ইকোনমিক জোন গঠন ও এক্সপ্রেসওয়ে নির্মাণের বিষয়টি চিন্তা করা হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট পরিবহন অবকাঠামো এবং অর্থনৈতিক জোনের কারণে এই অঞ্চলে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হবে ব্যাবসায়িরা”। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ