মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যের স্থানীয় ব্রিটিশ মুসলিম জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশটির দক্ষিণ-পশ্চিমের সমারসেট অঞ্চলে একটি মুসলিম কবরস্থান নির্মাণের দাবি জানিয়েছে ব্রিটিশ বাংলাদেশি অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠন। ওই সংগঠনটি সমারসেটের টনটন শহরের স্থানীয় বাংলাদেশি স¤প্রদায়ের প্রতিনিধিত্ব করে। স্থানীয় কাউন্সিল কর্তৃক কবরস্থান নির্মাণের ব্যাপারে আশাবাদী তারা। অ্যাসোসিয়েশনের পক্ষে মেরাজ আজিজ বলেন, ‘টনটন শহরের মুসলিম জনসংখ্যা ক্রমেই বাড়ছে। তাই এই অঞ্চলের বৈচিত্র্যের জন্য আওয়াজ তোলা জরুরি।’ কবরস্থান প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কয়েকজন কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। তারা এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। তারা জানিয়েছন, আমাদের জন্য কিছু করার চেষ্টা করবেন।’ সমারসেট ওয়েস্ট ও টনটন কাউন্সিল স‚ত্রে জানা গেছে, কবরস্থান নির্মাণের জন্য চ‚ড়ান্ত পরিকল্পনা দাখিল করা হলে সেগুলো যাচাই করবে কর্তৃপক্ষ। কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা মুসলিম স¤প্রদায়ের সঙ্গে একত্রে কাজ করতে চাই।’ ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুসারে, সমারসেটে মোট জনসংখ্যার দশমিক ৩ শতাংশ হচ্ছে মুসলমান। ইন্টারনেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।