Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শালীন পোশাকের ফ্যাশন সপ্তাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শালীন পোশাকের ফ্যাশন সপ্তাহ। শনিবার থেকে শহরের প্যাসেঞ্জার টার্মিনালে এই ফ্যাশন সপ্তাহ শুরু হয়েছে। তিনদিন ব্যাপী এই আয়োজনটি করেছে ‘থিংক ফ্যাশন’ নামের একটি প্রতিষ্ঠান। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম সালাম গেটওয়ের খবরে এমনটি জানানো হয়েছে। এ আয়োজনে বিশ্বের ৩০ জন ফ্যাশন ডিজাইনারের সাতটি প্রদর্শনী থাকছে। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ফ্রাংকা সোরিয়া বলেন, ‘অসা¤প্রদায়িক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর আমস্টারডাম। এ শহর নতুন আশার প্রতিনিধিত্ব করে। তাই এখানেই আমাদের এবারের আয়োজন।’ থিংক ফ্যাশনের এটি ষষ্ঠ আয়োজন। এর আগের পাঁচটি আয়োজন যথাক্রমে ইস্তাম্বুল, লন্ডন, দুবাই, জাকার্তা এবং দুবাইয়ে অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডসের মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম। বর্তমানে দেশটিতে ১.০২ মিলিয়ন মুসলমান বসবাস করছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ