Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো স্বাধীনতার ঘোষণা দিতে পারে স্কটল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়। স¤প্রতি বৃটেনের জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ার পর বরিস জনসন জানিয়েছেন, ব্রেক্সিট এর পথে আর কোনো বাধা নেই। তার এই বক্তব্য নতুন করে ভাবতে বাধ্য করবে স্কটল্যান্ডকে। স্কটল্যান্ডে চলতি নির্বাচনে বেশকিছু আসন হারিয়েছে কনজারভেটিভ পার্টি। স্কটল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হতে চায় না। কিন্তু কনজারভেটিভ পার্টির বিজয় মানেই ছিল ব্রেক্সিট নিশ্চিত হওয়া। তাই কনজারভেটিভ পার্টি বড় ব্যবধানে জয় পাওয়ার পর এখন ব্রেক্সিট সম্পন্ন হওয়া সময়ের দাবি বলে মনে করছে ব্রিটেনবাসী। ধারণা করা হচ্ছে ২০২০ সালে স্কটল্যান্ডের নির্বাচনেও এর প্রভাব পড়বে। সেখান থেকে নতুন করে স্বাধীনতার প্রস্তাবনা বিল উত্থাপনের শঙ্কা করছেন অনেকে। শেষ পর্যন্ত বলা যায় বড় ব্যবধানে বিজয় নিশ্চিত হলেও ব্রেক্সিট ও ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যকে সামলানো কঠিন হয়ে যাবে বরিস জনসনের জন্য। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ