মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপদ হিসেবে গণ্য হতে পেরে আমরা গর্বিত। তিনি শুক্রবার রাতে এক টিভি ভাষণে এ কথা বলেন। নাসরুল্লাহ আরও বলেছেন, লেবাননে চলমান বিক্ষোভ মিছিলকে নিজের স্বার্থে অপব্যবহারের চেষ্টা করছে আমেরিকা, বিক্ষোভকারীদের দাবি বা প্রত্যাশার কোনো গুরুত্ব তাদের কাছে নেই। তিনি বলেন, বিক্ষোভকারীদের জন্য আমেরিকার মন কাঁদছে এমনটি নয়। যখনই দেখবেন আমেরিকা বিশ্বের কোনো দেশের কোনো দল বা গোষ্ঠীর পক্ষে কথা বলছে অথবা কোনো ইস্যুতে অবস্থান গ্রহণ করছে তখনি বুঝবেন সেখানে তাদের স্বার্থ আছে এবং তারা ওই দেশের জনগণের স্বার্থে নয় বরং মার্কিন স্বার্থে কথা বলছে ও কাজ করছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমেরিকা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।