Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় দম্পতিকে শাস্তি দিলো জার্মানির আদালত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

গুপ্তচরবৃত্তির দায়ে ভারতীয় দম্পতিকে শাস্তি দিয়েছে জার্মানির আদালত। জার্মানিতে বসবাসকারী কাশ্মিরী ও শিখদের সম্পর্কে খবরা-খবর ভারতীয় গোয়ন্দা সংস্থাকে সরবরাহ করতেন তারা। জার্মানিতে বসে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-কে খবরাখবর সরবরাহ করতেন। প্রধানত, কাশ্মিরী ও শিখদের গতিবিধি ও কার্যকলাপের খবর দিতেন ওই দম্পতি। ফ্রাঙ্কফুর্টের আদালত ৫০ বছর বয়সী এস মনমোহন ও তার স্ত্রী ৫১বছরের কানওয়ালজিতকে সাজা দিয়েছে। মনমোহনকে বেআইনি চরবৃত্তির অপরাধে দেড় বছর জেলে থাকতে হবে। কানওয়ালজিতের অর্থদÐ হয়েছে। তাকে এক শ› আশি দিনের আয় জরিমানা হিসেবে দিতে হবে। সেই অর্থ যাবে এই ধরনের কাজ বন্ধ করার অভিযানে। মনমোহনের চরবৃত্তি শুরু হয়েছিল ২০১৫ থেকে। কানওয়ালজিত তার দুবছর পর থেকে এই কাজ শুরু করেন। এই দম্পতি র-এর কাছ থেকে ৭ হাজার ইউরো পেয়েছে। মামলার শুনানির সময়ই দম্পতি স্বীকার করে নেয়, তারা নিয়মিত ‘র’-কে তথ্য দিত। অতীতে ভারত একাধিকবার শিখদের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছে। শিখরা ভারতের বিভিন্ন রাজ্যে গোলমাল করতে পারে বলেও তাদের সন্দেহ ছিল। ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ