Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলজেরিয়ায় সাবেক প্রধানমন্ত্রীই প্রেসিডেন্ট, বিক্ষোভ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আলজেরিয়ায় সাবেক প্রধানমন্ত্রী আব্দেলমাদজিদ তেবৌনই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ৭৪ বছর বয়সী আব্দেলমাদজিদ। বৃহস্পতিবারের নির্বাচনে তিনি ৫৮ দশমিক ১৫ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। তবে এরপরও রাজধানী আলজিয়ার্সে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার সহযোগী তিনি। তাকে মানা হবে না। তারা বলেন, দেশ আমাদের, আমরা যা চাই তাই হবে। বিক্ষোভকারীদের বয়কটের আহŸানের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক গণআন্দোলনের মুখে চলতি বছরের এপ্রিল মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকা। ৮২ বছর বয়সী বুতেফলিকা ২০ বছর ধরে আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন। পঞ্চমবারের মতো একই পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে চেয়েছিলেন তিনি। যদিও ছয় বছর আগে স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর তাকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ