Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগীর রাজ্যে ধর্ষণ উৎসব

পিস্তল ঠেকিয়ে ভাবীকে ধর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মাথায় পিস্তল ঠেকিয়ে গভীর রাতে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স¤প্রতি এমনটাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। জানা গেছে, বসিরহাট মহকুমা আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা নারীর স্বামী কাজের স‚ত্রে কলকাতায় থাকেন। সপ্তাহের শেষে বাড়ি আসেন তিনি। এই সপ্তাহে তার স্বামী বুধবারই বাড়ি ফিরে এসেছিলেন। রাতে মেয়েকে নিয়ে নির্যাতিতা নারী একটি ঘরে এবং তার স্বামী অন্য ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎই ভাসুর আবুল কালাম মোল্লা ওই নারীর ঘরে ঢোকে। এরপর মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষণ করে। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ভাসুর। নির্যাতিতার চিৎকারে তার স্বামী পাশের ঘর থেকে এসে আটকাতে গেলে আবুল তাঁকে মারধর করে। আবুল এলাকায় খুব প্রভাবশালী। তাই ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না নির্যাতিতার পরিবার। জানা গেছে, গতকাল দুপুরে বসিরহাট মহকুমা আদালতে গিয়ে আবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা নারী ও তার স্বামী। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল পলাতক রয়েছে। ইটিভি ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ