Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরুশহর রাজস্থান মেরুঅঞ্চল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ধ‚ ধ‚ প্রান্তর ঢাকা পুরু বরফে। কোথাও কোথাও বরফের উপর দাঁড়িয়ে রয়েছে পাতা ঝরে যাওয়া ন্যাড়া গাছ। যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। দেখলে মনে হবে এ যেন মানালি বা কাশ্মিরের গুলমার্গ। কিন্তু না। এমন দৃশ্য ভারতের মরুরাজ্য রাজস্থানের। রাজ্যের নাগৌর ঢেকে গিয়েছে পুরু বরফের চাদরে। একেই বলে প্রকৃতির খেয়াল। মাত্র ২০ মিনিটের শিলাবৃষ্টি। আর তার ফলেই তুষারে ঢাকল রাজস্থানের নাগৌর। এলাকার যে ছবি ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায় তা দেখলে যে কোনও মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। যে মরুশহরে জলের দেখা পাওয়াই সৌভাগ্যের ব্যাপার। সেখানে কিনা মেরুপ্রদেশের অনুভ‚তি! কিন্তু বৃহস্পতি ও শুক্রবার চেহারা বদলে গিয়েছে রাজস্থানের নাগৌরের। কিন্তু মরুরাজ্যের এমন পরিস্থিতি কেন? দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, গঙ্গানগরে রেকর্ড বৃষ্টি হয়েছে। প্রায় ১৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। শুক্রবারও বৃষ্টি চলেছে। গঙ্গানগরসহ পিলানি, সাওয়াইমাধোপুর ও জয়পুরেও বৃষ্টি হয়েছে। পিলানিতে ১২.২ মিলিমিটার, সাওয়াইমাধোপুরে ১০ মিলিমিয়ার ও জয়পুরে ৯.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর। চারু ও বিকানিরে বৃষ্টি হয়েছে ৮.৪ মিলিমিটার। সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ