মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক টুইটে জনসনকে অভিনন্দন জানান তিনি। এছাড়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্রেক্সিটের পর নতুন বাণিজ্য চুক্তি নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। টুইটে ট্রাম্প বলেছেন, বরিস জনসনকে তার বিশাল জয়ের জন্য অভিনন্দন! ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এখন মুক্তভাবে ব্রেক্সিটের পর নতুন ব্যাপক বাণিজ্য চুক্তি করতে। ট্রাম্প আরো বলেন, এই চুক্তি ইইউ’র সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির চেয়ে বহুগুণ বড় ও আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিটেনের সংসদ নির্বাচনে কনজারভেটিভ দলের বিজয় নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বিচ্ছেদ বা ব্রেক্সিট সম্পন্ন করা হবে। ব্রিটেন তার সীমান্ত, অর্থ, বাণিজ্য, আইন ও অভিবাসন ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠা করবে বলে তিনি জানান। শুক্রবার লন্ডনে বিজয় পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই বিজয়ের পর ব্রেক্সিট নিয়ে আর কোনো যদি, কিন্তু নেই। নির্ধারিত সময়ের মধ্যেই ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে। সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এবং দলীয় আইনপ্রণেতাদের বিরোধিতার কারণে গত তিন বছরেও ব্রেক্সিট কার্যকর করতে পারেনি ক্ষমতাসীন কনজারভেটিভরা। তাই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে প্রধানমন্ত্রী বরিস জনসন এই নির্বাচনের ডাক দিয়েছিলেন। গত পাঁচ বছরেরও কম সময়ে এটি দেশটিতে তৃতীয় নির্বাচনের ঘটনা। এদিকে, বরিস জনসনের জয়ে উল্লাস প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিজয়ের জন্য বরিস জনসনকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন। তিনি লিখেছেন, ব্রেক্সিটের পর ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র স্বাধীনভাবে নতুন একটি বড় ধরণের বাণিজ্য করতে পারবে। ব্রিটেনের সঙ্গে এ সংক্রান্ত নতুন চুক্তি অনেক বড় এবং আকর্ষণীয় হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। একইভাবে উল্লাস প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস এক টুইটে বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের আগে তিনি এক হস্তক্ষেপম‚লক বক্তব্যে ব্রিটেনের লেবার পার্টিকে পরাজিত করার আহ্বান জানিয়েছিলেন। রয়টার্স, বিবিসি,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।