Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প.বঙ্গে নাগরিকত্ব সংশোধনী কার্যকর নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আবারও কেন্দ্রকে নিশানা করলেন তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইন ও আরও একবার এনআরসি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন মমতা। কেন্দ্রের একের পর এক পদক্ষেপের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নামার ডাক দিলেন তৃণম‚ল নেত্রী। শুক্রবার দিঘায় সাংবাদিক বৈঠকে আগাগোড়া কেন্দ্রের সমালোচনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও এনআরসি আবার কখনও নাগরিকত্ব আইন নিয়ে তুলোধনা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। পশ্চিবঙ্গে এনআরসি এবং নাগরিকত্ব আইন কার্যকর হবে না বলে এদিন সাফ জানান মুখ্যমন্ত্রী। ভারতের বর্তমান পরিস্থিতি নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইন নিয়ে ভারতের উত্তর-প‚র্বের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বাংলাদেশের মন্ত্রীদের ভারত সফর বাতিল হয়েছে। একই কারণে ভারত সফর বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে জাপানের প্রধানমন্ত্রীরও। এই ঘটনায় দেশের সম্মানে আঘাত লেগেছে বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এনআরসি ও নাগরকিত্ব আইনের প্রতিবাদে দেশের সব রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তৃণম‚লের উদ্যোগে একগুচ্ছ প্রতিবাদ কর্মস‚চি নেয়ার কথা এদিন ঘোষণা করেন তৃণম‚লনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করবে তৃণম‚ল। আম্বেদকর ম‚র্তি থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত যাবে তৃণম‚লের মিছিল। ‘অসমে গায়ের জোরে এনআরসি করেছে কেন্দ্রীয় সরকার, জোর করে কেড়ে নেয়া হয়েছে মানুষের সাংবিধানিক অধিকার’, কেন্দ্রকে লক্ষ্য করে এদিন আরও একবার অভিযোগ করেন মমতা। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া হচ্ছে বলেও অভিযোগ তৃণম‚লনেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করলেই ভয় দেখানো হচ্ছে। কোথাও কোথাও প্রতিবাদ করলে জেলে ঢোকানো হচ্ছে।’ নাগরিকত্ব আইন নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত দেশের উত্তর-প‚র্বাঞ্চল। অগ্নিগর্ভ পরিস্থিতি অসম, ত্রিপুরা, মণিপুরে। ইতিমধ্যেই অসম, ত্রিপুরায় সেনা নামানো হয়েছে। পরিস্থিতি সামলাতে সবরকম ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। উত্তর-প‚র্বের পরিস্থিতির উপর কড়া নজর রাখতে স্বরাষ্ট্রন্ত্রণালয় প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে রাজ্যগুলির সাথে। এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ