Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুটানের এফডিআই প্রকল্প কমে গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ভুটানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) প্রকল্পের সংখ্যা কমে গেছে। নভেম্বর মাস নাগাদ মাত্র ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। ২০১৮ সালে ১৬টি এফডিআই প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছিল। ২০১৭ সালে প্রকল্পের সংখ্যা ছিল সাত। গত বছর সেটা বেড়ে ১৬টি হয়েছিল। ভুটানে চলতি বছরের নভেম্বর পর্যন্ত অনুমোদিত এফডিআই প্রকল্পের মোট সংখ্যা হলো ৮৩টি। দুটো বিনিয়োগকারী এ বছর নিজেদেরকে সরিয়ে নিয়েছে। সেবা খাতে এফডিআই প্রবাহের আধিক্য রয়েছে। হোটেল ও আইটি খাতের উভয়েই পাঁচটি করে প্রকল্প রয়েছে। হোটেল ও আইটি’র মতো সেবা খাতের ক্ষেত্রে বিনিয়োগের পছন্দসই ক্ষেত্র হলো রাজধানী থিম্পু। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ