বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার আজ শুক্রবার ১৩ ডিসেম্বর বিকালে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৯ ধারায় অপরাধে কাজীকে একবছর বিনা শ্রম কারাদন্দুড ও জনকে ১০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন। সাজা প্রাপ্ত কাজী উপজেলার মঠবাড়ি ইউনিয়নের কাজি আবু ছালেহ এর পুত্র জহিরুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারা দন্ডাদেশ প্রদান করেছেন এবং মেয়ের দুলা ভাই বারবাকপুর গ্রামের তোফাজ্জেন হাং পুত্র সাইদুল ইসলাম(২৮) ও রাজাপুর নিবাসী আঃ লতিফ হাং পুত্র মোঃ জিয়াউর রহমান (৪০) কে বাল্য বিবাহে সহযোগীতার অপরাধে ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেছেন।জানা গেছে,- আজ শুক্রবার সকালে বাঘড়ি কাজি অফিসে বিবাহ রেজিঃ হয়।পরে দুপুরে বর কনের বাড়িতে গেলে বাল্য বিবাহের খবর পেয়ে কনের বাড়িতে অভিযান তাদের আটক করে,।পরে আজ বিকাল ৫ টায ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার বিষয়টি আমলে নিয়ে বিবাহ পন্ড করে দেয় ও সংশ্লস্টদের সাজা প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।