Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএমপিতে রদবদল

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চার পদে রদবদল হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের এ রদবদলের আদেশ দেন। সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথকে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদে দায়িত্ব পালন করেন আমেনা বেগম। পরে তাকে অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) পদে দায়িত্ব দেওয়া হয়।
উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) আমির জাফরকে উপ-কমিশনার (সদর) পদে, উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) মোহাম্মদ শহীদুল্লাকে উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) পদে এবং উপ-কমিশনার (পিওএম-বন্দর) হাসান মো. শওকত আলীকে উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) পদে বদলি করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিএমপিতে রদবদল

১৩ ডিসেম্বর, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ