Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৩ ডিসেম্বর কক্সবাজারে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

আসছেন এক ডজন খ্যাতিমান কারী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ৮:৪৫ পিএম | আপডেট : ৯:২৫ পিএম, ১২ ডিসেম্বর, ২০১৯

আগামী ২৩ ডিসেম্বর পর্যটন শহর কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য এই কেরাত সম্মলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বিদেশের এক ডজন সম্মানিত কারী।
এই কেরাত সম্মেলন সফল করার লক্ষে কক্সবাজার শহরের নিরিবিলি অর্কিড মিলনায়তনে বৃহষ্পতিবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কেরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কারী মাওলানা সাইফুল্লাহ কাসেমী।
সভায় উপস্তিত ছিলেন মাহফিল আয়োজক কমিটির সদস্য যতাক্রমে- কারী মাওলানা ইউনুস ফরাজী, মাওলানা মুবিনুল হক, গোলাম কিবরিয়া, নুরুল হক নুর, মাওলানা মীর কামাল, সাংবাদিক শামসুল হক শারেক, মাওলানা এহতেশামুল হক মাদানী ও মাওলানা কারী নুরুল হক প্রমুখ।
সভায় সম্মেলনের আজীবন সদস্যদের মাঝে আজীবন সদস্য কার্ড বিতরণ করা হয়।
এদিকে এই কেরাত সম্মেলনকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সভায় আজীবন সদস্য কার্ড সংগ্রহ করছেন একজন আজীবন সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরাত সম্মেলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ