বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ার উদ্ধার কৃত ৪০ হাজার ইয়াবা ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকালে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার’র উপস্থিতিতে এ ইয়াবা ধ্বংস করা হয়। উদ্ধার কৃত ইয়াবা পানির সাথে গুলিয়ে ধ্বংস করে আন্ধারমানিক নদে ফেলে দেয়া হয়। একই সময় প্যাকেট পুড়িয়ে ফেলা হয়। এ সময় কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) আসাদুর রহমান উপস্থিত ছিলেন।
কলাপাড়া থানা পুলিশ জানায়, গত ১ নভেম্বর রাতে কলাপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফ তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ইয়াবার এ বিশাল চালান আটক করে। এ সময় ইউসুফ তালুকদার ও তার পুত্র আসলাম তালুকদার এবং সহযোগী মুছা ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তবে ইয়াবা চালানের মূল হোতা বনি আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।