বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নীলফামারীর ছয় উপজেলায় প্রায় চার লাখ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র ২০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হবে। ঈদের আগেই এসব পরিবারের মাঝে প্রায় ৮ হাজার মেট্রিক টন চাল প্রদান করা হবে। এ সকল সুবিধাভোগী পরিবার এবার ২০ কেজি করে চাল পাবেন।
এ সুবিধার আওতায় আগে দেয়া হতো ১০ কেজি করে চাল। সরকার সেটি বৃদ্ধি করে বরাদ্দ দিয়েছে ২০ কেজি করে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ছয় উপজেলার ৩ লাখ ৮৪ হাজার ৭৮৬টি পরিবারের বিপরীতে ৭,৬৯৫.৭২০ মেট্রিক টন এবং ৪টি পৌরসভার ১৩,৮৬৩ জনের বিপরীতে ২৭৭.২৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।