Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেব্রেনিৎসার মতো ভয়াবহ গণহত্যার শঙ্কা পুতিনের

পরমাণু সমঝোতা রক্ষায় সম্ভাব্য সবকিছু করবে রাশিয়া : ল্যাভরভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী যদি রুশ সীমান্তবর্তী বিচ্ছিন্নতাবাদী এলাকাগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করতে যায় তাহলে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু হয়ে যাবে। তিনি মঙ্গলবার ফ্রান্স সফর শেষে মস্কো ফিরে এক বক্তব্যে বলেন, রাশিয়ার সীমান্তবর্তী রুশ ভাষাভাষি এলাকাগুলো বর্তমানে রুশপন্থি গেরিলারা নিয়ন্ত্রণ করছে। কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী যদি বলপ‚র্বক ওইসব এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করতে চায় তাহলে সেব্রেনিৎসার মতো ভয়াবহ গণহত্যা সংঘটিত হতে পারে। বলকান যুদ্ধের সময় ১৯৯৫ সালে বর্বর সার্ব বাহিনী সেব্রেনিৎসা শহরে বসনিয় মুসলিমদেরে ওপর যে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল সেটি সেব্রেনিৎসা গণহত্যা নামে পরিচিত। ওই ঘটনায় আট হাজার বসনিয় মুসলিম পুরুষ ও বালককে হত্যা করা হয়। পুতিন এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন যখন ফ্রান্সে এক চতুর্পক্ষীয় শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি’র সঙ্গে তার সাক্ষাতের জের ধরে ইউক্রেন-রাশিয়া সীমান্তে প‚র্ণাঙ্গ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।পুতিন ও জেলেনস্কি চলতি বছরের শেষ নাগাদ এ যুদ্ধবিরতি কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অপরদিকে আমেরিকা সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অবশ্যই রক্ষা করতে হবে। তিনি মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহŸান জানান। ল্যাভরভ বলেন, এই আন্তর্জাতিক চুক্তি রক্ষা করার জন্য জন্য রাশিয়া তার পক্ষে যা যা করা সম্ভব তার সব কিছু করবে। আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এটির ভবিষ্যত যখন অনিশ্চিত হয়ে পড়েছে তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন। আমেরিকা ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেয়ার কথা ছিল তা বাস্তবায়ন করবে। কিন্তু এক বছরেও ইইউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালের ৮ মে ইরান আগে থেকে ঘোষণা দিয়ে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে।পরবর্তীতে আরো তিন দফা একই কাজ করেছে তেহরান। আগামী ৮ জানুয়ারি ইরানের পক্ষ থেকে পঞ্চম দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আরটি, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ