Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ বছর পর ধারাবাহিক নাটক নির্মাণে তৌকীর আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পাঁচ বছর পর ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তৌকীর আহমেদ। ধারাবাহিকটির নাম রূপালি জোছনায়। এটি রচনাও করেছেন তিনি। ১৪ ডিসেম্বর থেকে নাটকের শুটিং শুরু হবে গাজীপুরের রাজাপুরে অবস্থিত তারই মালিকানাধীন নক্ষত্রবাড়ি রিসোর্টে। নাটকে অভিনয় করবেন আবুল হায়াত, দিলারা জামান, মৌটুসী বিশ্বাস, রওনক হাসান, তানজিকা আমিন, শ্যামল মওলা ও তাসনুভা তিশা। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানা গেছে। তৌকীর আহমেদ বলেন,সিনেমা নির্মাণ, খ- নাটক পরিচালনা এবং অভিনয়ে ব্যস্ততার জন্য অনেকদিন ধরে ধারাবাহিক নির্মাণ করিনি। চলতি বছর থেকেই ধারাবাহিক নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে সেটি আলোর মুখ দেখছে। আপাতত কয়েকজনকে নিয়ে নাটকের শুটিং শুরু করছি। পর্যায়ক্রমে আরও কিছু অভিনয়শিল্পী এ নাটকে অভিনয় করবেন। আশা করছি, নাটকটি দর্শকের জন্য উপভোগ্য হবে। উল্লেখ্য, ২০১৪ সালে জলপ্রপাত নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ