Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ‘মরদানি টু’ মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আগামীকাল মরদানি টু’সহ বলিউডের চারটি ফিল্ম মুক্তি পাচ্ছে। অন্য তিনটি ফিল্ম হল- ‘মামাঙ্গম’ , ‘দ্য বডি’ এবং ‘আনফ্রেন্ডস’। যশ রাজ ফিল্মসের ব্যানারে ক্রাইম-অ্যাকশন ফিল্ম ‘মরদানি টু’ মুক্তি পাবে। ফিল্মটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। গোপী নপুত্রানের পরিচালনায় অভিনয় করেছেন রানি মুখার্জি, বিক্রম সিং চৌহান, শ্রুতি বাপনা, রাজেশ শর্মা, দীপিকা আমিন এবং সুধাংশু পা-ে। আনু মালিক সঙ্গীত পরিচালনা করেছেন। প্রদীপ সরকারের পরিচালনায় এই ফিল্মের প্রথম পর্ব ২০১৪তে মুক্তি পেয়েছিল। কাব্য ফিল্ম কোম্পানির ব্যানারে পিরিয়ড অ্যাকশন ফিল্ম ‘মামাঙ্গম’ মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটি বেনু কুন্নাপ্পিল্লি প্রযোজনা করেছেন। এম পদ্ম কুমারের পরিচালনায় অভিনয় করেছেন মামুট্টি, সুদেব নায়ার, উন্নি মুকুন্দন, প্রাচী তেহলান, সিদ্দিক, তরুণ অরোরা, মনু শর্মা এবং কানিহা। সঙ্গীত পরিচালনা এম জয়চন্দ্রনের। মালয়ালম ভাষায় নির্মিত ফিল্মটি হিন্দি ও তেলুগু ভাষায়ও মুক্তি পাচ্ছে। হরর থ্রিলার ‘দ্য বডি’ মুক্তি পাবে অ্যাজ্যুর এন্টারটেইনমেন্ট এবং ভায়াকম এইটিন মোশন পিকচার্সের ব্যানারে। সুনীল খেতেরপাল প্রযোজনা করেছেন। জিতু জোসেফের পরিচালনায় অভিনয় করেছেন এমরান হাশমি, শোভিতা ধুলাপিয়া, ঋষি কাপুর, বেদিকা কুমার। শামির ট্যান্ডন সঙ্গীত পরিচালনা করেছেন। আশফাক শেখের পরিচালনায় থ্রিলার ফিল্ম ‘আনফ্রেন্ডস’-এ অভিনয় করেছেন সাহিল আখতার খান, মৌসমি বিশ্বাস, রজত রাওয়াল নাফি খান এবং হিমায়াত আলি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরদানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ