পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘আমি রবার্ট মিলারকে বলেছি আমাদের দেশের অনেক লোক ভিসা নিয়ে আমেরিকা যেতে চায় কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া অনেক জটিল, যা খুবই দুঃখজনক। আমাদের দেশের যারা যুক্তরাষ্ট্রে বেড়াতে যান বা যারা ওখানে গিয়ে থাকতে চায় তারা তো কোন ধরনের ঝামেলা করে না। তাই আমাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হোক।’- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারকে বাংলাদেশের নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এসব কথা বলেছেন।
আজ বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত একজন খুনি পালিয়ে আছেন। তাকে ফিরিয়ে দেওয়ার কথা আজকেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলেছি। তিনি বলেছেন বিষয়টি মার্কিন বিচার ব্যবস্থা দেখছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন যে তারা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী।
প্রতিবেশী ভারতে ধর্মভিত্তিক যে নাগরিকত্ব বিল অতিসম্প্রতি পাস হয়েছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, ভারত এই বিল অনুমোদন করে নিজের অবস্থানকে দুর্বল করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।