Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে ২৩ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ৩:৫৪ পিএম

ঝালকাঠিতে ২৩ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে ‘আলোর পথে’ ফিরে এসেছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বুধবার বেলা ১২টায় ঝালকাঠি পুলিশ লাইনস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আত্মকর্মসংস্থানসহ স্বাভাবিক জীবন যাপনে পুলিশের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ডিআইজি। তিনি আলোর পথে ফিরে আসা ব্যক্তিদের হাতে শীতবস্ত্রও তুলে দেন।

এ নিয়ে ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২০৩ জন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ‘আলোর পথে’ নামে একটি সংগঠন গড়ে তুলেছে। এ সংগঠনের মাধ্যমে তাদেরকে আইনী সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, যুব উন্নয়ন অধিপ্ততরের উপপরিচালক মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী সাদেকা সুলতানা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত, টেকিন্যাল এন্ড ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রেদোয়ান ও আত্মসমর্পনকারী মাদক ব্যবসায়ী রুবেল হওলাদার ও মাদকসেবী মিজানুর রহমান মিজু বক্তব্য দেন।
অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, প্রিট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মসমর্পণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ