মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এন্ড্রোয়েড ইউজারদের জন্য নতুন এক অভাবনীয় ফিচার নিয়ে এল হোয়াটস অ্যাপ। এতদিন পর্যন্ত আই-ফোন ইউজাররাই হোয়াটস অ্যাপ-এ কল ওয়েটিং অপশনটি পেতেন। এবার থেকে এন্ড্রোয়েড ইউজাররাও হোয়াটস অ্যাপ-এ কল ওয়েটিং অপশনটি ব্যবহার করতে পারবেন।
ধরা যাক, হোয়াটস অ্যাপ কলে কেউ কথা বলছেন। সেই সময়েই ইউজারের আর একটি ফোন এসেছে হোয়াটস অ্যাপ-এ। এতদিন ব্যবহারকারী সেই কল এলে দেখতে পেতেন না। নতুন এই ফিচারের সাহায্যে ইউজারেরা হোয়াটস অ্যাপ কলে কথা বলা কালীনই অন্য কল এলে দেখতে পাবেন।
হোয়াটস অ্যাপের ২.১৯২৩৫২ ভার্সনেই আপাতত এই ফিচার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে পাওয়া যাবে। যদি কিছুদিন আগেই আপনার হোয়াটস অ্যাপ আপডেট করে থাকেন, তাহলে এখনই এই নতুন ফিচার সম্পর্কে সবকিছুই দেখতে পাবেন। আর যদি বিগত কিছু দিনে আপডেট না করা থাকে, তাহলে এখনই আপডেট করুন।
তবে সচরাচর সেলুলার ফোনে যে ধরনের কল ওয়েটিং হয় তার থেকে এটি একটু হলেও আলাদা। সাধারণ ফোন কলে যেমনি একটি কল হোল্ডে পাঠিয়ে দিয়ে অন্য কল ধরা যায়, এক্ষেত্রে কিন্তু তা হবে না। হোয়াটস অ্যাপে একবারে কেবল একটি কলই ধরা যাবে। ওয়েটিংয়ে কেউ থাকলে তা কেবল দেখতে পাওয়া যাবে। সূত্র : নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।