Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ‘প্ল্যানেট অফ দি এইপস’ ফিল্ম পরিচালনা করবেন ওয়েস বল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

নতুন একটি ‘প্ল্যানেট অফ দি এইপস’ চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। ‘মেইজ রানার’ সিরিজের পরিচালক ওয়েস বল নতুন এই চলচ্চিত্রটি পরিচালনার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, এটি একটি পূর্ণাঙ্গ রিবুট হবে নাকি মোশন ক্যাপচার পদ্ধতিতে বুদ্ধিমান এইপ সিজারের ভূমিকায় অ্যান্ডি সার্কিসের অভিনয়ে শেষ ট্রিলজির অনুসরণ হবে এখনও জানা যায়নি। ডিজনি স্টুডিওর সঙ্গে চুক্তির পর এটি হবে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের প্রথম ফ্র্যাঞ্চাইজ হবে নতুন ‘প্ল্যানেট অফ দি এইপস’ ফিল্মটি। ১৯৬৩ সালে প্রকাশিত পিয়ের বুলের উপন্যাস অবলম্বনে প্রথম ‘প্ল্যানেট অফ দি এইপস’ চলচ্চিত্র মুক্তি পায় ১৯৬৮ সালে তারপর একটি সিকুয়েল ও একটি টিভি সিরিজ নির্মিত হয়। ২০০১ সালে টিম বার্টনের পরিচালনায় মার্ক ওয়ালবার্গের অভিনয়ে আরেকটি ‘প্ল্যানেট অফ দি এইপস’ চলচ্চিত্র মুক্তি পায়। রুপার্ট ওয়ায়েটের পরিচালনায় নতুন ট্রিলজির প্রথম পর্ব ‘রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দি এইপস’ মুক্তি পায়। ২০১৪তে মুক্তি পায় ‘ডন অফ দ্য প্ল্যানেট অফ দি এইপস’ এবং ২০১৪তে মুক্তি পায় ‘ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দি এইপস’; শেষ দুটি পর্ব পরিচালনা করেন ম্যাট রিভস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ