Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফিজুরের ইউটার্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 সমঝোতার ভিত্তিতে আবারো সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে রেখে একটি প্যানেলের মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছিল গত ৪ ডিসেম্বর। সে প্যানেল থেকে সহ-সভাপতি চারজন, একজন অতিরিক্ত সাধারণ সম্পাদক ও দুইজন যুগ্ম সম্পাদককে রেখে এ ফরম জমা দেয়া হয়। এরা হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু হঠাৎ হাফিজুর রহমান সহ-সভাপতি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে তফসিল অনুসারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোষাধ্যক্ষ পদে রাশেদুল আলম ও নির্বাহী সদস্য প্রবীর কুমার ঘোষ তাদের নাম প্রত্যাহার করে নেননি। ফলে আগামী ১৮ ডিসেম্বর কোষাধ্যক্ষ পদে শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীরের বিপরীতে রাশেদুল আলম এবং নির্বাহী সদস্য পদে ১৪ জনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সিজেকেএস নির্বাচনে তৃতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে চসিক ক্রীড়া স্ট্যান্ডিং কমিটি ও সিটি কর্পোরেশন একাদশের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ