মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলা বিনা জবাবে পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। রবিবার হামাসের মুখপাত্র ফাউজি বারহুম এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফাউজি বারহুম বলেন, দখলদার ইসরাইল যে হামলা চালাচ্ছে তাকে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। তিনি বলেন, হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এখন অনেক বেশি অভিজ্ঞ। তারা জানে ইহুদিবাদীদের এই আগ্রাসনের জবাব কিভাবে দিতে হয়। খবরে বলা হয়, হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে তিনটি রকেট নিক্ষেপের পর ইসরাইলি বিমানবাহিনী সেখানে বিমান হামলা চালিয়েছে। হামলায় হামাসের নিয়ন্ত্রণাধীন কয়েকটি স্থাপনায় বোমা ফেলা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের সামারিক ও নৌ ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ দেশটির সেনাবাহিনীকে উদ্ধৃত করে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় গাজা উপত্যকা থেকে ইসরাইলের ভ‚খÐে তিনটি রকেট ছোড়া হয়। তিনটি রকেটই ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। হামাস কর্মকর্তারা জানান, গাজার উত্তরাঞ্চলে তাদের সামরিক শাখা আল কাশাম ব্রিগেডের দুটি স্থাপনা এবং পশ্চিমে অপর এক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল এসব হামলা চালায়। এর আগে শনিবার, ইসরাইলি দক্ষিণাঞ্চলীয় শহর সেডরটে রকেট সতর্কতা জারি করা হয়। স্থানীয়রা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। সেনাবাহিনী বলেছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। শনিবার সকাল হতে ইসরাইলি যুদ্ধবিমান গাজা লক্ষ্য করে উড্ডয়ন করে। সীমান্তে সন্দেহজনক কর্মকাÐের গোয়েন্দা খবর পাওয়ার পর এসব বিমান যাত্রা শুরু করে। তবে বিমানগুলো নিয়মিত চেক শেষ করে ফিরে আসে, টহলে সীমান্ত অনুপ্রবেশের ঘটনার সন্দেহজনক কিছু পায়নি। হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।