Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শান্ত-সালমাদের গনভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ৮:৪২ পিএম

নেপালে অনুষ্ঠিত এসএ গেমসের ক্রিকেটে ছেলেও মেয়ে উভয় দলই স্বর্ণ এনে দিযেছে বাংলাদেশকে। ৯ ডিসেম্বর ছেলেদের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররা। এর আগের দিন মেয়েদের ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই রানের নাটকীয় জয় পায় সালমা খাতুনের দল। বিশেষভাবে এই দুই ক্রিকেট দলের সকলকে গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
আজ সোমবার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট দল এবং অন্যান্যরা, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। গণভবনে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
এখন পর্যন্ত এসএ গেমসে দুবার পুরুষদের ক্রিকেট ইভেন্ট হয়েছে। দুবারই স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবার ক্রিকেটে স্বর্ণপদক জেতে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ