Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ৬:১৫ পিএম

দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। ২০০৯ সালের মার্চে লাহোরে সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো দেশটির মাটিতে টেস্ট খেলবে লঙ্কানরা। টিম বাসে ভয়ানক সেই হামলায় নিরাপত্তা কর্মীসহ আট জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটারও।
এর পর থেকেই হোম টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে খেলতে শুরু করে পাকিস্তান। কারণ টেস্ট খেলুড়ে কোনো দলই যে পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি। সেসব পিছনে ফেলে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্ট ক্রিকেটও ফিরতে যাচ্ছে দেশটিতে। যে দেশের ক্রিকেটারদের ওপর হামলার কারণে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়ে ছিল। এক দশক পর সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ঘরের মাঠে টেস্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।
মূলত পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে ২০১৫ সালে। তখন জিম্বাবুয়েকে আতিথ্য দিয়ে ছিল পিসিবি। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলে আফ্রিকার দেশটি। তবে লাহোর স্টেডিয়ামের বাইরে আত্মঘাতি বোমা হামলার কারণে পাকিস্তানের এ অর্জন ম্লান হয়ে যায়। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবরে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে শ্রীলঙ্কা। যদিও সে সফরে যাননি লঙ্কান দলের দশ জন তারকা ক্রিকেটার।
সুরঙ্গা লাকমল ২০০৯ সালে পাকিস্তানে হামলার শিকার লঙ্কান দলে ছিলেন। হামলায় সামান্য আহতও হয়ে ছিলেন তিনি। এ তারকা পেসারেরও যাওয়ার কথা ছিল পাকিস্তান সফরে। কিন্তু ডেঙ্গু জ্বরের কারণে যেতে পারেননি তিনি। তার বদলে দলে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্ডো। তবে নতুন পরামর্শক প্রধান কোচ মিকি আর্থার আছেন শ্রীলঙ্কার দলের সঙ্গে। যিনি এর আগে পাকিস্তানেরই কোচ ছিলেন। পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে ১১ ডিসেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্ট করাচিতে শুরু ১৯ ডিসেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ