Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে উড়িয়ে সিরিজে সমতা উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৯, ৩:২৭ পিএম

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের রান পাহাড় টপকে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় সফরকারীরা জিতল প্রবল প্রতাপে। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। থিরুভানান্তাপুরামে গতকাল রোববার ভারতকে ১৭০ রানে আটকে রেখে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯ বল বাকি রেখে।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা এগিয়ে দেয় উদ্বোধনী জুটি। এভিন লুইস ও লেন্ডল সিমন্স তোলেন ৭৩ রান। জুটি অবশ্য আগেই ভাঙতে পারত। ভুবনেশ্বর কুমারের এক ওভারেই জীবন পান সিমন্স ও লুইস। সিমন্স তখন ছিলেন ৬ রানে, লুইস ১৬। দুজনই পরে ভুগিয়েছেন ভারতকে। তিনটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৪০ করে থামেন লুইস। তাতে থামেনি ক্যারিবিয়ানদের তাণ্ডব। তিনে নেমে শিমরন হেটমায়ার তিন ছক্কায় করেন ২৩। হেটমায়ার ফিরে গেলেও এক প্রান্তে সিমন্স খেলেছেন দারুণ। চারে নেমে তাণ্ডব চালান নিকোলাস পুরান। দুজনের ২৯ বলে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি শেষ করে দেয় ম্যাচ। ওপেনিংয়ে নেমে চারটি করে চার ও ছক্কায় ৪৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন সিমন্স। বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে পুরান অপরাজিত থাকেন ১৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে।
ম্যাচের শুরুটা ভারতের খারাপ ছিল না। রোহিত শর্মা ও লোকেশ রাহুল ৩ ওভারে তোলেন ২৪ রান। তবে ঝড়ো শুরুর সেই ইঙ্গিত পায়নি পূর্ণতা। রাহুল ফেরেন ১১ রানে। শেষে ঝড় তুলতে পারেননি শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা। শেষ দিকে দ্রুত রান করেন কেবল রিশাভ পান্ত (২২ বলে অপরাজিত ৩৩)। ভারত তাতে যেতে পারে ১৭০ পর্যন্ত।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২০ ওভারে ১৭০/৭ (রোহিত ১৫, রাহুল ১১, দুবে ৫৪, কোহলি ১৯, পান্ত ৩৩*, শ্রেয়াস ১০, জাদেজা ৯, সুন্দর ০, চাহার ১*; কটরেল ৪-০-২৭-১, পিয়ের ২-০-১১-১, হোল্ডার ৪-০-৪২-১, উইলিয়ামস ৪-০-৩০-২, পোলার্ড ২-০-২৯-০, ওয়ালশ ৪-০-২৮-২)।
ওয়েস্ট ইন্ডিজ : ১৮.৩ ওভারে ১৭৩/২ (সিমন্স ৬৭*, লুইস ৪০, হেটমায়ার ২৩, পুরান ৩৮*; চাহার ৩.৩-০-৩৫-০, ভুবনেশ্বর ৪-০-৩৬-০, সুন্দর ৪-০-২৬-১, চেহেল ৩-০-৩৬-০, দুবে ২-০-১৮-০, জাদেজা ২-০-২২-১)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা
ম্যাচসেরা : লেন্ডল সিমন্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ