Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নতুন মাত্রায় সাউন্ডটেকের ঈদ অ্যালবাম

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের অন্যতম অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান গত ঈদেই সরব হয়েছিল। ঐ সময় বেশ কয়েকটি অডিও অ্যালবাম বাজার করে পুনরায় কার্যক্রম পরিচালনা শুরু করে। এই ধারাবাহিকতায় আসন্ন ঈদেও চোখে পড়ার মত নতুন কিছু অডিও অ্যালবাম বাজারজাতের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সাউন্ডটেক। অডিও বাজারের মোগল খ্যাত সাউন্ডটেকের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘এক সময়ের অবাধ পাইরেসী এবং টেকনোলোজিতে মিউজিক ডাইভার্ড হওয়ার কারণে অডিও বাজারে অনেকটাই নীরব ছিলো সাউন্ডটেক। মোবাইল টেকনোলজি ‘গান’ শ্রোতার হাতের মুঠোই এনে দিয়েছে। এখন সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সাউন্ডটেক। ওয়েব সাইট, ইউটিউব এবং মোবাইল কনটেন্টে পাওয়া যাচ্ছে সাউন্ডটেকের বাছাইকৃত পুরোনো এবং নতুন অনেক গান। ডিজিটাল মাধ্যমেই সাউন্ডটেক এখন গান পৌঁছে দেবে শ্রোতার হাতের মুঠোই। পাশাপাশি ফিজিক্যাল অডিও-ভিডিও সিডিও থাকবে।’ আর এই সব কো-অর্ডিনেট করার দায়িত্বে আছেন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার আহমেদ রিজভী। সাউন্ডটেক এবার ঈদের প্রকাশিতব্য বেশ কিছু নতুন অ্যালবামের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে খ্যাতিমান সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলীর সুরে এবং আহমেদ রিজভীর লেখা গানে ভারতীয় শিল্পী মিতালী মুখার্জীর নতুন একক অ্যালবাম। আছে ডলি সায়ন্তনীর নতুন একক অ্যালবাম। এই দুই অ্যালবামের শিরোনাম এখনো ঠিক হয়নি। দেলোয়ার আরজুদা শরফের লেখা একটি মিশ্র গানের অ্যালবাম আসবে। এত গান গেয়েছে মমতাজ, পারভেজ এবং কাজী শুভ, শিরোনাম- তুই আমার সব। প্লাবন কোরেইশীর সুরেও আসছে একটি মিশ্র অ্যালবামকালো প্রজাপতি। গান গেয়েছেন- এফ এ সুমন, শফিক তুহিন এবং কাজী শুভ। আসছে প্রমিথিউসের নুতন ব্যান্ড অ্যালবাম- আমার কোন টেনশন নাই। অবসকিউর ব্যান্ড আসছে তাদেও নতুন অ্যালবাম-ক্র্যাক প্লাটুন। তুরণের একক আঁধার ঘরে আলো। শিলার একক আমার প্রিয়জন। সিক্স ব্যান্ডের মিশ্র অ্যালবাম- পুনরুদ্ধার। এতে থাকছে নাগরিক, বিভিষিকা, ওয়েবসাইট, পরাহো, সার্কেল এবং এভোয়েড রাফার গান। সাউন্ডটেক জানায় খুব শীঘ্রই ঈদের প্রকাশিতব্য অ্যালবামগুলোর গান শুনতে ভিজিট করতে হবে সাউন্ডটেকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন মাত্রায় সাউন্ডটেকের ঈদ অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ